শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা 

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ২০ ০৮ ০১  

শুরুতেই-তিন-উইকেট-হারিয়ে-চাপে-শ্রীলংকা 

শুরুতেই-তিন-উইকেট-হারিয়ে-চাপে-শ্রীলংকা 

চার বছর পর পর্দা উঠল এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের।  উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে আফগানিস্তান।  এ ম্যাচে প্রথম থেকে শ্রীলংকাকে চেপে ধরেছে নবিরা।  প্রথম ২ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার স্ংগ্রহ ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠান আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য স্মরণীয় হয়ে গেল। কেননা শততম টি-২০ খেলতে নেমেছে আফগানরা।

এ ম্যাচে ওপেনিং ব্যাটে আসেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।  প্রথম বলেই এক রান নিয়ে মেন্ডিসকে স্ট্রাইক দেন পাথুম নিশাঙ্কা।  তিন বলে ফেস করলেও পঞ্চম বলে এলবি হয়ে ঘরে ফেরেন ও কুশল মেন্ডিস।  এরপরের বলে একইভাবে শূন্য রানে ঘরে ফেরেন চারিথ আসালঙ্কা। 

এরপর বলে আসেন নাভিন উল হক। নিজের শেষ বলে উইকেটের পেছনে থাকা রহমানুল্লাহ গুরবাজের হাত ক্যাচ বানিয়ে ৩ রানে ফেরান পাথুম নিশাঙ্কাকে।  

২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ।  

Provaati
    দৈনিক প্রভাতী